kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

বিভিন্ন স্থানে আরো পাঁচজন নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও সিমেন্ট বোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আরেকজন গরু ব্যবসায়ীর। কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নেত্রকোনায় ট্রাক-লরি মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। সিলেটে নির্মাণ শ্রমিক বোঝাই পিকআপ ডোবায় পড়ে একজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ :

রংপুর : রংপুরের মিঠাপুকুরে ট্রাক ও সিমেন্ট বোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন বগুড়ার সদর উপজেলার নামুজা শাহাপাড়া গ্রামের সুধীর চন্দ্র (৪৫) ও তাঁর বাবা লাল চাঁদ (৭০)। বুধবার দুপুরে গরু কিনে অন্য ব্যবসায়ীদের সঙ্গে ট্রাকযোগে বগুড়ায় ফিরছিলেন তাঁরা।

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন প্রামাণিকের (৫৫)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ছাড়া বুধবার বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার আহত যাত্রীদের মধ্যে নীল রতন কুমার পাল (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁকে নিয়ে বুধবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবের গ্রামের সমসের আলীর ছেলে নূরুল ইসলাম (৪৫)।

নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় তেলবাহী লরি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ইরফান মিয়া (২৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টা থেকে ৩টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট : সিলেটের জালালাবাদ থানা এলাকায় শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে রুবেল মিয়া (২২) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জালালাবাদ থানা এলাকার তেমুখী-বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।সাতদিনের সেরা