kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

পাঁচ বছরে ২২৮ এনজিওর নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত পাঁচ বছরে ২২৮টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংসদকে এ কথা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, শর্ত লঙ্ঘনসহ নানা কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। বর্তমানে এনজিওবিষয়ক ব্যুরোর অধীন নিবন্ধিত এনজিওর সংখ্যা দুই হাজার ৫২৬টি।

বিজ্ঞাপন

এর মধ্যে বিদেশি ২৬০টি এবং দেশি দুই হাজার ২৬৬টি।

বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬-এর ১৪ ধারা অনুযায়ী, কোনো এনজিও বা এনজিওতে কর্মরত ব্যক্তি এই আইন ও বিধি লঙ্ঘন করলে এবং সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন কোনো মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে বা জঙ্গিবাদ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়ন, পৃষ্ঠপোষকতা কিংবা সহায়তা করলে অথবা নারী ও শিশু পাচার বা মাদক ও অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দেশে প্রচলিত আইনের আওতায় অপরাধ বলে গণ্য হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।সাতদিনের সেরা