kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যা নিরাপত্তা পরিষদে তুলল ভারত

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উত্থাপন করে বিচার চেয়েছে। ভারতীয় দৈনিক দি ইকোনমিক টাইমস জানায়, চলতি বছর ‘প্রটেকশন অব সিভিলিয়ানস ইন আর্মড কনফ্লিক্ট : ওয়ারস ইন সিটিজ-প্রটেকশন অব সিভিলিয়ানস ইন আরবান সেটিংস’-এর ওপর আয়োজিত ইউএনএসসির প্রথম উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে ২৫ জানুয়ারি জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য রাষ্ট্রীয় শাসকগোষ্ঠীকে দোষারোপ করেন। তিরুমূর্তি বলেন, ‘ভারত ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিচার চাইছে। ওই ঘটনায় প্রায় ৩০ লাখ লোককে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের কয়েকটি উদ্যোগ সত্ত্বেও এখনো আন্তর্জাতিক আদালতে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার হয়নি। ’সাতদিনের সেরা