নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (৩০) ও এক পুরুষের (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে নারীর এবং বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, মৃত নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে।
বিজ্ঞাপন