kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

সংক্ষিপ্ত

শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবি বড়?

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবি বড়?’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে মৌন প্রতিবাদ জানাতে এসে এই প্রশ্নসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগের শিক্ষক ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ইনজামুল হক। গতকাল বুধবার দুপুরে ইবির প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অবস্থান নিয়ে মৌন প্রতিবাদ জানান ইনজামুল। এ সময় একই দাবিতে একই বিভাগের মো. বাশার নামের এক শিক্ষার্থীও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন। ইনজামুল প্ল্যাকার্ড শাবিপ্রবিকে রক্ষার আকুতি জানিয়ে আরো লিখেছেন, ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়?’, ‘আস্থা ছাড়া পদের মূল্য কী?’, ‘ছাত্রদের অভুক্ত রেখে খাবার হজম হয় তো?’ শাবিপ্রবি রক্ষার আবেদন জানিয়ে বাশার প্ল্যাকার্ডে লিখেছেন, ‘যে ভিসি গুলি মারে, সে ভিসি চাই না’, ‘যে ভিসি ক্ষমতালোভী, সে ভিসি চাই না’, ‘আমার মুজিব তো এমন শিক্ষক চাননি’, ‘শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই’।

বিজ্ঞাপনসাতদিনের সেরা