বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, অর্থ ও পেশিশক্তি এবং প্রশাসন ও ইসির ভূমিকা পুরো নির্বাচনে জনগণের আস্থা নষ্ট করেছে। মানুষ নারায়ণগঞ্জের মতো ব্যতিক্রমী নির্বাচন জাতীয় নির্বাচনেও দেখতে চায়। সেটাই নিশ্চিত করতে হবে। আর এই সরকারকে বহাল রেখেই সেটা সম্ভব।
বিজ্ঞাপন
সরকার দেরিতে হলেও নির্বাচন কমিশন (ইসি) নিয়োগের আইন এনেছে। কিন্তু আইনটি অসম্পূর্ণ, এটি সংশোধন করতে হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মেনন এসব কথা বলেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পর্যালোচনায় আগামী অধিবেশনে বিশেষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এই সংবিধানের পর্যালোচনা হওয়া প্রয়োজন। এতে ধর্মীয় রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ে আমরা নতুন করে ভাবতে পারব। ’ মেনন বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে।