kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

ছাত্রকে ছুরিকাঘাত করা শিক্ষক পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক   

২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছেন তারই স্কুলের এক শিক্ষক। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর-৬ নম্বর সি-ব্লক, ১৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন। সিয়াম মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

শিক্ষক আব্দুল গাফফার ওই স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের সিনিয়র শিক্ষক। অভিযোগের পর গতকাল বুধবার পল্লবী থানা পুলিশ ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

সিয়ামের বাবা জানান, সিয়ামকে মিরপুরের আলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন।সাতদিনের সেরা