দিনাজপুর জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রাত পৌনে ৮টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শফিকুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে।
বিজ্ঞাপন
দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বলেন, শফিকুলের আগে থেকেই কিডনির সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাথরুমে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান শফিকুল। তাঁকে রাত পৌনে ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।