দুই কিশোরীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের আল-আমিন ওরফে আকিল ২০১৫ সালের অক্টোবর ও নভেম্বরে কবিরাজ পরিচয়ে প্রেমের সম্পর্ক ঠিক করে দেওয়ার নাম করে দুই কিশোরীকে একাধিকবার ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন।
বিজ্ঞাপন