কক্সবাজারের মহেশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় মহেশখালী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মকছুদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মহেশখালী থানায় করা যুদ্ধাপরাধী মামলার অন্যতম সাক্ষী।
বিজ্ঞাপন
জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর রাতে মকছুদ মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়।