সড়কের ওপর অবৈধভাবে বসানো হয়েছে ধানের বাজার। ছবি : কালের কণ্ঠ
বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের ওপর ১৮টি অবৈধ ধানের বাজার বসানো হয়েছে। পাশাপাশি আরো রয়েছে পাঁচটি সাপ্তাহিক হাট। ফলে ওই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। ঘটছে দুর্ঘটনাও।
বিজ্ঞাপন
আমতলী উপজেলার ফড়িয়ারা নিজেদের ইচ্ছামতো মহাসড়কের ওপরে অবৈধভাবে ধানের বাজার বসিয়েছে। মহাসড়কের ওপর ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, পিকআপ দাঁড় করিয়ে ধান বোঝাই করা হচ্ছে। এতে ওই সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার শাখারিয়া, ব্রিকফিল্ড, মহিষকাটা, চুনাখালী, সাহেববাড়ী, আমড়াগাছিয়া, ডাক্তারবাড়ী, শিকদারবাড়ী, ঘটখালী, বাঁধঘাট, ছুরিকাটা, মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, আকনবাড়ী, ফকিরবাড়ী, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা বাসস্ট্যান্ডে অবৈধ ধানের বাজার রয়েছে।
আমতলী পৌর শহরের বাসিন্দা মনিরুজ্জামান মনি বলেন, ‘ধান রেখে সড়কের দুই পাশ দখল করে রাখা হয়েছে। এতে পথচারীদের হেঁটে চলাচল করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ’
আমতলী উপজেলা ধান-চাল আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘মহাসড়কের ১৮টি স্থানে অবৈধভাবে ধানের বাজার গড়ে তুলেছে ফড়িয়ারা। এতে কৃষক সরকার নির্ধারিত বাজারে ধান নিয়ে আসছে না। ফলে তাদের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে। ’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ‘অবৈধ হাট-বাজার বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাজার বসতে দেওয়া হবে না। ’