রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় রাকিব নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই বাসের চালকদের গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার মনির হোসেন ও ইমরান হোসেন নামের ওই দুই চালককে গ্রেপ্তার করা হয়। র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান জানান, মনিরকে রাজধানীর পল্টন এবং ইমরানকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ জানুয়ারি রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় মাঝে চাপা পড়ে নিহত হয় রাকিব (১৪) নামের ওই কিশোর।
বিজ্ঞাপন