ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে চিকিৎসার জন্য নগদ সহায়তা দিয়েছে লন্ডনভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে। গতকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। ১০ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক মহিউদ্দিন মনজু।
বিজ্ঞাপন
মহিউদ্দিন মনজু বলেন, ‘লঞ্চে অগ্নিকাণ্ডে যারা দগ্ধ হয়েছে, তাদের চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে। বিষয়টি অনুধাবন করতে পেরে আমরা তাদের চিকিৎসায় এগিয়ে এসেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সামান্য সহযোগিতা করা হয়েছে।