বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ তদন্ত করছে কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির দুই সদস্য গতকাল সরেজমিনে এসে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। তদন্ত চলাকালে ভুক্তভোগী কয়েক শ মানুষ এসে ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তাঁকে অন্যত্র বদলির আবেদন জানায়।
বিজ্ঞাপন