সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এতে অংশ নিচ্ছেন মোট চারজন প্রার্থী। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এক প্রার্থীর বিরুদ্ধে।
অভিযোগটি এনেছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুর রাজ্জাক বিএসসি।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে আ. রাজ্জাক বিএসসি বলেন, মো. ময়নুল হক তাঁর কর্মীদের দিয়ে আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে তার ওপর নৌকার পোস্টার লাগাচ্ছেন। এমনকি ভোটগ্রহণের দিন তিনি ভোট কেটে নেবেন বলেও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে ক্যাডার নিয়োগ করে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার জন্য বারবার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মো. ময়নুল হক।