ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালালে বাংলাদেশিসহ দুজন আহত হন। সৌদি নেতৃত্বাধীন জোট গত রবিবার জানায়, ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের জাজানে আহাদ আল-মাসারিয়া শিল্প এলাকায় হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই বাসিন্দা সামান্য আহত হন। আহতদের একজন বাংলাদেশি ও অন্যজন সুদানি। ইয়েমেনে ‘বৈধতা পুনরুদ্ধার সংক্রান্ত সৌদি নেতৃত্বাধীন জোট’ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় সুদানি ও বাংলাদেশি বাসিন্দা আহত হয়েছেন।
বিজ্ঞাপন