রাজধানীর মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় পরিচ্ছন্নতাকর্মী শিখা রানী নিহত হওয়ার ঘটনায় চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে গতকাল সোমবার গাড়িটি জব্দ করেছে পুলিশ।
গতকাল রাতে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, চালককে ধরার চেষ্টা চলছে।
শাহ আলম বলেন, ‘গাড়িটি উত্তর সিটি করপোরেশনের ছিল।
বিজ্ঞাপন
শনিবার দিবাগত রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে ঝাড়ু দেওয়ার সময় বেপরোয়া গতির একটি ময়লার গাড়ির নিচে চাপা পড়েন শিখা রানী। পরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে মামলা হয়।
নিহত ওই নারীর গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি। তাঁর স্বামীর নাম সীতিশ ঘরামী, যিনি একটা কম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করেন। ছেলে মোহাম্মদপুরে একটি কারখানায় কাজ করেন।