শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে মাঝপদ্মায় একটি লঞ্চ আটক করে স্টাফদের মারধর করেছেন একদল ট্রলারচালক। ওই লঞ্চের ধাক্কায় একটি ট্রলারের সামান্য ক্ষতি হওয়ার জেরে এ ঘটনা ঘটান তাঁরা। এ সময় আতঙ্কিত লঞ্চ যাত্রীরা ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে নৌ পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মাওয়া নৌ পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে এমভি সুতারপাড় নামের একটি যাত্রীবাহী লঞ্চ বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
বিজ্ঞাপন