নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মোস্তফা কামাল (৩৫) নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তাঁকে
স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাসদাইর কবরস্থান এলাকার এএস টাওয়ার নামের একটি ভবনের নিচতলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বন্ধ ঘরে কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে।