হাছান মাহ্মুদ
‘নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিলেই শুধু বিএনপি খুশি হবে, অন্যথায় নয়’—বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ । গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি গঠন আইনের খসড়া নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সংলাপে যায়নি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল, টক শো এবং অন্যান্য জায়গায় তারা বলেছিল আইন করতে সময় লাগে না, দুই দিনেই করা যায়, দেশে অনেক কিছুই প্রয়োজনের নিরিখে হয়েছে এটি রাষ্ট্রের প্রয়োজনে, এ জন্য তারা আইন করতে তাগাদা দিয়েছিল। কিন্তু আজকে যখন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে তখন তারা বিরোধিতা করছে। আইন কিন্তু এখনো হয়নি, প্রস্তাবটি সংসদে উঠেছে, আইনের খসড়ায় তারা যে সংশোধনীগুলো প্রস্তাব করেছিল তার অনেক কিছুই গ্রহণ করা হয়েছে বলে সংসদীয় কমিটি বলেছে।
বিজ্ঞাপন