মাইজভাণ্ডার দরবার শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহর (ক.) ১১৬তম ওরস শরিফ গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডারে সম্পন্ন হয়েছে। এই ওরস শরিফ উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর আয়োজন ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ, জিকির মাহফিল এবং সৈয়দ আহমদ উল্লাহর জীবনী নিয়ে আলোচনা। এ ছাড়া জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন