শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদকে অবিলম্বে পদত্যাগ করার আহবান জানিয়েছেন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত শিক্ষকদের ‘প্রতীকী অনশন’ কর্মসূচি থেকে এই আহবান জানানো হয়। ‘শিক্ষার্থীদের তাজা প্রাণের বিনিময়ে উপাচার্যের গদি রক্ষা নয়’ স্লোগানে এই প্রতীকী অনশন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক সংহতি জানান।
বিজ্ঞাপন