সাগর-রুনি
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৮৫ বার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।
বিজ্ঞাপন