kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

বিশ্ববিদ্যালয় পরিষদের বিবৃতি

ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবি নীতিবহির্ভূত

সংক্ষিপ্ত

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিকে নীতিবহির্ভূত বলেছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। গত শনিবার রাতে পরিষদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাবিবুর রহমান। শাবিপ্রবির উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক ভার্চুয়াল সভা হয়।

বিজ্ঞাপন

ওই সভায় শাবিপ্রবির ঘটনায় আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।সাতদিনের সেরা