মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালের ঘটনায় রাতে গ্রেপ্তার নাহিদ শেখ (২৮) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোলা কান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষার্থী বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে এক বন্ধুর সঙ্গে দেখা হলে সে বীনা পানি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা বলছিল।
বিজ্ঞাপন