রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘শিশুদের জন?্য আমরা’ পরিবারের উদ্যোগে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের আয়োজনে গত শনিবার আদাবরের সুনিবির হাউজিং সোসাইটিতে ‘শিশুদের জন্য আমরা’ প্রতিষ্ঠানটিতে এই ক্যাম্পেইন হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন অনুষ্ঠানে অংশ নেন। তিনি সহকর্মীদের নিয়ে সময় কাটিয়েছেন শিশুদের সঙ্গে।
বিজ্ঞাপন