হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে যারা দেশ-বিদেশে থেকে ষড়যন্ত্র করছে, তারা র্যাবের ভূমিকা নিয়ে অনেক কথা বলছে। অথচ র্যাব বাংলাদেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সেই কারণে বাংলাদেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা অনেক উন্নত দেশের তুলনায় কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ’
হাছান মাহমুদ আরো বলেন, ‘যাঁরা আজকে র্যাবের ভূমিকা নিয়ে কথা বলছেন, তাঁরা আসলে চান এখানে সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্য হোক এবং মাদক আরো ছড়িয়ে পড়ুক।
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী বলেন, ‘র্যাবের কোনো সদস্য যদি ভুল করেন, তাঁর বিচার হয়েছে এবং হয়। যে কেউ ভুল করতে পারেন, তাঁর বিচার হয়, তদন্ত হয়, শাস্তিও দেওয়া হয়। র্যাবকে অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অনেক দেশ কারিগরি সহায়তা দিয়েছে। ২০০৪ সালে খালেদা জিয়াই র্যাব প্রতিষ্ঠা করেছিলেন। তারা যখন সহায়তা দিয়েছে, র্যাব তো তখন থেকে কাজ করছে। তখন তো এ প্রসঙ্গগুলো আসে নাই। হঠাৎ এখন কেন আসছে। এটার পেছনে নিশ্চয়ই কিন্তু আছে। ’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক। অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন।