মোশাররফ হোসেন
জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে র্যাব সদস্যদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার আহবান দেশের জন্য লজ্জার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মোশররফ এ কথা বলেন।
মোশাররফ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, নিপীড়ন-নির্যাতন করে মানুষের মুখ বন্ধ রেখে তারা বোধ হয় পার পেয়ে গেছে। আজ সারা দুনিয়া জেনে গেছে, বাংলাদেশে মানবাধিকার নেই।
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা বলেন, ‘গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না, কোনো রকমের বৃদ্ধি মেনে নেওয়া হবে না। আমরা এই আলোচনাসভা থেকে এর তীব্র বিরোধিতা করছি। ’
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্যসচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় আলোচনাসভায় মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।