kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

মধ্যরাতে বন্ধুসহ আটক স্পর্শিয়া মুচলেকায় ছাড়া

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীতে বৃহস্পতিবার মধ্যরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালনার অভিযোগে মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও তাঁর বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্যকে আটক করে পুলিশ। ওই রাতেই মুচলেকায় ছাড়া পান তাঁরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ধানমণ্ডি সাতমসজিদ সড়কে বেপরোয়া গতিতে একটি বিলাসবহুল গাড়ি যাচ্ছিল। ইউনিমার্টের সামনে গাড়িটি থামায় পুলিশ।

বিজ্ঞাপন

তখন চালকের আসনে ছিলেন প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য। পাশের আসনে ছিলেন স্পর্শিয়া। দুজনই ‘মদ্যপ অবস্থায়’ কর্তব্যরত পুলিশের সঙ্গে অসদাচরণ করতে থাকেন। এ সময় দ্রুতগতির আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। এরপর তাঁরা ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের ওপর চড়াও হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁদের থানায় নিয়ে যেতে বলা হয়। তবে স্পর্শিয়া ও অর্ঘ্য থানায় যেতে অস্বীকৃতি জানিয়ে গাড়ির ব্যাকডালা খুলে সেখানেই বসে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। এরপর স্বজনরা মুচলেকা দিয়ে স্পর্শিয়া ও অর্ঘ্যকে থানা থেকে নিয়ে যান।   ধানমণ্ডি থানার এসআই মাহবুব বলেন, ‘বেপরোয়া গতির একটি গাড়িকে চ্যালেঞ্জ করি। অর্ঘ্য নামের একজন এটি চালাচ্ছিলেন। গাড়িতে স্পর্শিয়াও ছিলেন। তাঁরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁদের থানায় নিয়ে যাই। পরে মুচলেকা দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। ’সাতদিনের সেরা