রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। তাঁর নাম সামিয়া ইউসুফ সুমি (৩২)। বৃহস্পতিবার কলাবাগান থানাধীন এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মফিজবাগ অ্যাপার্টমেন্টের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানান।
বিজ্ঞাপন
র্যাব জানায়, ১৭ জানুয়ারি ওই বাসায় নির্যাতনের শিকার ওই গৃহকর্মীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে র্যাব সদস্যরা হাসপাতালে গেলে তাঁর বাবা নির্যাতনের কথা জানান। এ ঘটনায় কলাবাগান থানায় করা মামলায় সামিয়াকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, ফারজানা ২০১৫ সাল থেকে ওই বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োজিত। কাজ করার সময় সামান্যতম ভুলের কারণে সামিয়া তাঁকে প্রায়ই মারধর করে জখম করতেন। বর্তমানে ফারজানা র্যাবের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন।