রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পাঁচটি ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেই সঙ্গে ভাঙচুর ও মালপত্র লুটেরও অভিযোগ উঠেছে। উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। কোনাগ্রামের মকছেদ আলী মণ্ডলের ছেলে আজিজুল ইসলাম বলেন, ‘আমার ভাই সবুজ মণ্ডলের কাছে জমি বিক্রি করেছেন গ্রামের আবুল লস্করের ছেলে কালাচাঁদ লস্কর।
বিজ্ঞাপন