ঘরে ঢুকে ভাঙচুর, লুটপাটের অভিযোগে রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে মো. পারভেজ আহম্মদ বাদী হয়ে এ মামলা করেন। বাদী নিজেই বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন। এদিন আদালত মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন।
বিজ্ঞাপন