আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে এক ক্রেতার করা মামলায় অভিনয় ও সংগীতশিল্পী তাহসান খানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার তাহসানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সে সময় তিনি জামিন আবেদন করলে তা বিবেচনা করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জামিন আবেদনের শুনানির সময় তাহসান খান আইনজীবীর চেম্বার থেকে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান।
জামিন শুনানিতে তাহসান খানকে উদ্দেশ করে হাইকোর্ট বলেন, সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। কিছু লোক সেলিব্রিটিদের দেখেই পাগলের মতো দৌড়ায়। আপনাদের দেখে যুবসমাজ হুমড়ি খেয়ে পড়ে। আপনাদের অবস্থান সম্পর্কে আপনাদের খেয়াল থাকা দরকার।