বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন করে আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এইচ এম রুহুল ইমরানের আদালত নতুন এই দিন ধার্য করেন।
এই দিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
বিজ্ঞাপন