নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বনভোজনগামী যাত্রীদের গণপিটুনিতে আবু সুফিয়ান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় বনভোজনগামী বাসের চালক, তাঁর সহযোগী ও বাসটি আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আবু সুফিয়ান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী এলাকার প্রয়াত গোলজার হোসেন বকুলের ছেলে। আবু সুফিয়ানের দেড় বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সুফিয়ানের মৃত্যুতে তাঁর বাড়িতে শোকের মাতম চলছে। ছেলেকে হারিয়ে তাঁর মা ও স্ত্রী শোকে মূর্ছা যাচ্ছেন। এই ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বনভোজনগামী যাত্রী, বাসের চালক ও চালকের সহযোগীসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন।