kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

পল্টন হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার চাইল সিপিবি

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হামলার মূল কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন সিপিবি নেতারা। গতকাল বৃহস্পতিবার পল্টন হত্যাকাণ্ডের ২১তম বার্ষিকীতে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এ দাবি জানান।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলায় সিপিবির খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নেতা হিমাংশু মণ্ডল, খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক নেতা আবুল হাসেম ও মাদারীপুরের মোক্তার হোসেন এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় নিহত এবং শতাধিক নেতাকর্মী আহত হন।

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবীব লাবলু, ঢাকা দক্ষিণের সভাপতি শামসুজ্জামান হীরা, ঢাকা জেলার সভাপতি সুকান্ত শফি কমল, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবিদ হোসেন, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম প্রমুখ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা