গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতি কম থাকার কারণে কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় স্টেশনের দুই নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। মেরামতকর্মীরা তাঁদের অবহিত না করে স্টেশন এলাকায় স্লিপার খুলে কাজ করায় দুর্ঘটনাটি ঘটে।