kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

ভার্চুয়াল কোর্টে কালো গাউন পরতে হবে না বিচারক-আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্টে মামলার শুনানির সময় বিচারক ও আইনজীবীদের কালো রঙের গাউন পরতে হবে না। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গতকাল বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল শুনানিকালে  টার্নড-আপ সাদা কলার, সাদা ব্যান্ডসহ সাদা শার্ট-প্যান্ট এবং প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও জাজেস কোট পরিধান করবেন। ’ আইনজীবীদের ব্যাপারে বলা হয়েছে, ‘আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে টার্নড-আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট-প্যান্ট এবং প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও কালো কোট/শেরোয়ানি পরিধান করবেন।

বিজ্ঞাপন

উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।সাতদিনের সেরা