অপব্যবহার রোধে প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে দুইবার আলোচনা করেছি। তাদের বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত।
বিজ্ঞাপন
এই কমিটির কাজ কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এই আইন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য করা হয়েছে। বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। সেটা যদি করা হতো, এটা আইন হিসেবেই গণ্য হতো না। কারণ সংবিধানে মৌলিক অধিকার হিসেবে বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে রাখা হয়েছে। ’