করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলাতে। তিন দিন আগে উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সরকারি ভাঙ্গুড়া হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সমালোচনার মুখে পড়েছেন অধ্যক্ষ শহীদুজ্জামান। অনেকেই এই অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
করোনার কারণে দেড় বছর পাঠদান বন্ধ থাকে। এতে গত দুই বছর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় এ মাসের ৩১ তারিখে অধ্যক্ষ শহীদুজ্জামান অবসরে যাবেন। তাই তড়িঘড়ি করে অধ্যক্ষ ২৩ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ বিষয়ে অধ্যক্ষ শহীদুজ্জামান বলেন, অনেকের অনুরোধে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন সম্পন্ন করা হবে।