নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় জোড়া খুন মামলার দুই আসামিকে প্রায় চার বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বাপ্পি সিকদার ও আমান ভূইয়া। এর মধ্যে ১২ জানুয়ারি বাপ্পি সিকদারকে এবং ১৬ জানুয়ারি আমান ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পরে আমান ভূইয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআইয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসপি মনিরুল ইসলাম বলেন, ২০১৭ সালের ১২ অক্টোবর কাশিপুর হোসাইনিনগর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকার ভাগ-ভাটোয়ারা এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে একটি গ্যারেজের ভেতর বাপ্পি সিকদার ও আমান ভূইয়ার নেতৃত্বে ২০-২২ জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন ও পারভেজকে হত্যা করেন। পরে লাশ বিকৃত করার জন্য গ্যারেজে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ভয়ে মামলা না করলে পুলিশ বাদী হয়ে ২২ জনকে আসামি করে হত্যা মামলা করে।