দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল সোমবার দুদক সূত্রে জানা গেছে, মনির অবৈধ ব্যবসার মাধ্যমে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে নিজ নামে মোট ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৫৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি এসব সম্পদ নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিজ্ঞাপন