করোনা রোধে জারি করা বিধি-নিষেধ মানা হচ্ছে কি না, সেটা আরো দু-এক দিন দেখা হবে। না মানার ক্ষেত্রে এরপর দ্রুত অ্যাকশনে যাবে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
২ বিভাগীয় কমিশনার, ৫ ডিসি করোনায় আক্রান্ত : মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘ডিসি সম্মেলন উপলক্ষে করা করোনা পরীক্ষায় দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ জেলা প্রশাসকের (ডিসি) করোনা শনাক্ত হয়েছে। ডিসিদের আমরা নির্দেশনা দিয়েছি তাঁদের গানম্যান, গাড়িচালক এবং তাঁদের সঙ্গে যাঁরা আসবেন, সবাইকে অবশ্যই আরটি-পিসিআর পরীক্ষা করে আসতে হবে।