সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে পিস্তল প্রদর্শনকারী যুবলীগের এক কর্মীকে ঘটনার ১৬ দিন পর গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম জনি হাজাম।
গত ৩০ ডিসেম্বরের ওই ঘটনায় পিস্তল প্রদর্শনকারী তিন যুবকের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের দায়ের হওয়া মামলায় গতকাল জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বলেন, ওই সংঘর্ষের পর ভাইরাল হওয়া পিস্তলের ভিডিওর সঙ্গে উদ্ধার হওয়া পিস্তলের মিল রয়েছে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করতে পিস্তল প্রদর্শন করা হয়েছিল বলে জনি হাজাম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।