জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ জাতীয় সংসদের ১৫৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমও রয়েছেন। করোনা সংক্রমিতদের বেশির ভাগ সংসদ সচিবালয় বা সংসদসংশ্লিষ্ট কর্মকর্তা। এ ছাড়া কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন।
বিজ্ঞাপন