বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় চরকাউয়া ইউপি সদস্য সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার দুপুরে নগরের সাগরদির ইসলামপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান বলেন, ১১ জানুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এক ছাত্রী ও তাঁর স্বামীকে আপত্তিকর কথাবার্তা বলেন স্থানীয় যুবক জাহিদ হোসেন জয়। এর প্রতিবাদ করলে সেখানে গিয়ে ইউপি সদস্য সাইদুল আলম লিটন ওই ছাত্রী ও তাঁর স্বামীকে মারধর করেন।
বিজ্ঞাপন