নারায়ণগঞ্জে আড়াইহাজার থানা ছাড়া সব থানা ও উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গতকাল রবিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, রূপগঞ্জ, সোনারগাঁ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটি বাতিল হয়েছে।
বিজ্ঞাপন