ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কম্পানির প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ রেখেছেন সর্বোচ্চ আদালত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনে গতকাল রবিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। আইডিআরএর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শেখ মোহাম্মদ মোরশেদ।
বিজ্ঞাপন