আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনায় যে পর্ষদ গঠন করে দিয়েছিলেন হাইকোর্ট, তাদের দুই কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে কম্পানির স্বার্থে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
গত বছর ২২ সেপ্টেম্বর দেওয়া এসংক্রান্ত আদেশ পরিবর্তন করে গতকাল রবিবার এ আদেশ দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ।
ইভ্যালির ২২টি গাড়ি বিক্রি অথবা ভাড়া দিয়ে যে আয় হবে, তা-ও কম্পানির স্বার্থে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে আদেশে।
এ ছাড়া ধানমণ্ডিতে ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে এবং পাওনাদারদের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সেই সঙ্গে ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রাহকদের টাকা কোথায় কী বাবদ খরচ করেছেন, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রতিবেদন দিতে বলা হয়েছে।