একাদশ জাতীয় সংসদের ১৬তম (শীতকালীন) অধিবেশন গতকাল রবিবার শুরু হয়েছে, যা চলতি বছরের প্রথম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের পর মূলতবি করা হয়। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সংসদ এ অধিবেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, এ বি তাজুল ইসলাম, মনজুর হোসেন, মো. মুজিবুল হক ও পারভীন শিকদার।
রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদ অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন ও তা গ্রহণ শেষে প্রয়াতদের বিদেহি আত্মার মাফফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। শোক প্রস্তাবে যাদের নাম রয়েছে তাঁরা হলেন, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান, সাবেক গণপরিষদ সদস্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক মো. হানিফ, ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম হাসনায়েন নান্নু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন হাজারী, চৌধুরী আকমল ইবনে ইউসুফ, মো. আহাদ মিয়া ও শাহাদত হোসেন চৌধুরী।
এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান, একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা শহীদজায়া মুশতারী শফী, দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুসহ আরো অনেকের নামে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাব গ্রহণ শেষে রাষ্ট্রপতি ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আজ সোমবার সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ভাষণের ওপর সরকার ও বিরোধীদলীয় সদস্যরা আলোচনা করবেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অন্যান্য বছর এই অধিবেশনটি দীর্ঘ হলেও করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে।